News71.com
 International
 13 Feb 16, 11:46 AM
 777           
 0
 13 Feb 16, 11:46 AM

ইরাকে আগ্রাসনের চেষ্টা করলে সৌদি সেনাদের কবরে পাঠানোর হবে।। গণস্বেচ্ছাসেবী বাহিনীর হুঁশিয়ারি

ইরাকে আগ্রাসনের চেষ্টা করলে সৌদি সেনাদের কবরে পাঠানোর হবে।। গণস্বেচ্ছাসেবী বাহিনীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা চালালে সৌদি সেনাদেরকে কবরে পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছে ইরাকি গণস্বেচ্ছাসেবী বাহিনী। সৌদি আরব ইরাকে আগ্রাসন চালাতে পারে এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ইরাকি বাহিনীটির পক্ষ থেকে আজ এমন হুঁশিয়ারি দেয়া হলো।

ইরাকি গণস্বেচ্ছাসেবী বাহিনীর মুখপাত্র আহমাদ আল আসাদ বলেন, সৌদি আরব ও তার মিত্ররা এর আগেও এখানে আগ্রাসন চালানোর জন্য ষড়যন্ত্র করেছে এবং উস্কানি দিয়েছে। সৌদি আরব যদি সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো ভুল করে, তাহলে এর দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এর আগে ইরাক সীমান্তের কাছে সৌদি আরব ও মিত্র দেশগুলোর সামরিক মহড়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিল দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশন।

গত সপ্তাহে ইরাক সীমান্তে যুক্তরাষ্ট্র, জর্ডান, সুদান ও সৌদি আরব যৌথ সামরিক মহড়া চালায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরাকের ভূখণ্ডে আগ্রাসনের লক্ষ্যে এই মহড়া চালানো হয় বলে গুজব ছড়িয়েছে। যদিও সরকারি সুত্র এ বিষয়ে কোন মতামত জানায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন