News71.com
 International
 29 Aug 21, 11:03 PM
 225           
 0
 29 Aug 21, 11:03 PM

লুজিয়ানায় ধেয়ে আসছে হ্যারিকেন আইদা॥ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ

লুজিয়ানায় ধেয়ে আসছে হ্যারিকেন আইদা॥ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে গত দুই শতাব্দীর মধ্যেকার সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আইদা। হ্যারিকেন আইদা নামের এই প্রবল শক্তিশালী এই ঝড়টি গতকাল শনিবার (২৮ আগস্ট) থেকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানার গালফ উপকূলের দিকে এগিয়ে আসতে শুরু করেছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৯ আগস্ট) সন্ধ্যা নাগাদ প্রবল শক্তিশালী হ্যারিকেন আইদা গালফ অব মেক্সিকো ও নিউ অরলিয়ানে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০ মাইল (২২০ কিলোমিটার)। 

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আশঙ্কা, হারিকেন আইদা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। ফেডারেল সরকার সহায়তা দিতে প্রস্তুত। বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে, প্রবল শক্তিশালী এই ঝড়ের হাত থেকে বাঁচতে অঙ্গরাজ্যটির হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। ১৬ বছর আগে যুক্তরাষ্ট্রের এই অঞ্চলেই আছড়ে পড়েছিল হ্যারিকেন ক্যাটরিনা। ভয়াবহ সেই দুর্যোগে ক্ষতিও হয়েছিল অনেক। এদিকে হ্যারিকেন আইদার কারণে বিপদাপন্ন মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর লুইজিয়ানার বেশ কয়েকটি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  রাজ্যটির গভর্নর জন বেল এডওয়ার্ডস শনিবার জানান, হ্যারিকেন আইদা এতটাই শক্তিশালী যে গত দেড়শো বছরের মধ্যে এই ঝড়টি সবচেয়ে বড় বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। ১৮৫০ সালের পর থেকে সম্ভবত এমন ভয়ঙ্কর ঝড় আগে আছড়ে পড়েনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন