News71.com
 International
 29 Aug 21, 07:54 PM
 223           
 0
 29 Aug 21, 07:54 PM

প্রয়োজনে অন্যদেশে ঢুকে জঙ্গি দমনে সক্ষম ভারত॥পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের

প্রয়োজনে অন্যদেশে ঢুকে জঙ্গি দমনে সক্ষম ভারত॥পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের

আন্তর্জাতিক ডেস্কঃ "কেবলমাত্র নিজের দেশেই সন্ত্রাসবাদকে শেষ করবে না ভারত। প্রয়োজন পড়লে অন্য দেশে ঢুকে জঙ্গিদের ক্ষতম করতেও আমরা পিছ পা হব না"-রবিবার তামিলনাডুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের একটা অনুষ্ঠানে এমনটাই জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর এ কথার মাধ্যমে রাজনাথ ঘুরিয়ে নিশানা করলেন তাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে। এখন আফগান পরিস্থিতি নিয়েও মুখ খুললেন তিনি। রাজনাথ ঘুরিয়ে পাকিস্তানকে কটাক্ষ করে বলেন, "দুটো যুদ্ধে হারের জ্বালা সহ্য করতে না পেরে আমাদের এক প্রতিবেশী দেশ যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। এছাড়া সন্ত্রাসবাদীদের মদত দেওয়া তো ওদের নীতি হয়ে গিয়েছে।

রাজনাথ বলেন সন্ত্রাসবাদীদের অস্ত্র ও অর্থ সাহায্য দিয়ে পাকিস্তান প্রকারন্তরে ভারতেরই ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।" বক্তৃতায় ভারতের পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের কথাও উল্লেখ করেন তিনি। চিনের সঙ্গে তৈরি হওয়া সীমান্ত দ্বন্দ্বের কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, "যখন চিন সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং চিনা সেনা সামনের দিকে এগোচ্ছিল। তখন রাত ১১টার সময় আমি সেনা প্রধানকে ফোন করেছিলাম। পরিস্থিতি খুবই খারাপ ছিল। তবে আমাদের জওয়ানরা যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে ,তা প্রশংসার দাবীদার।" এরপর আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "আফগানিস্তানে পরিবর্তিত পরিস্থিতি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন