News71.com
 International
 29 Aug 21, 07:53 PM
 182           
 0
 29 Aug 21, 07:53 PM

কাবুল বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ॥ জনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা

কাবুল বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ॥ জনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের বিস্ফোরণ হয়েছে। কাবুল বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হানায় প্রায় দেশী বিদেশী ২শ জনের মৃত্যুর চারদিনের মাথায় ফের বিস্ফোরণ। যদিও এর আগেই ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ড্রোন হামলায় বিস্ফোরণের মূল চক্রীকে হত্যার মার্কিন দাবির পর পরই এই আশঙ্কা প্রকাশ করেন বাইডেন। এসময় আইএসের খোরাসান গোষ্ঠী বদলা নেবে, আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে ফের কাবুল বিমানবন্দরের কাছেই ফের বিস্ফোরণ হল।


উল্লেখ্য আজ কাবুল বিমানবন্দরের কাছে জনবসতিপূর্ণ এলাকায় রকেট-হামলা হয়। তার ফলেই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। চারদিন আগে কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএসের খোরাসান গোষ্ঠী। তবে এবারের বিস্ফোরণের পিছনে কারা, সেটা এখনও স্পষ্ট নয়। তবে আজকের বিস্ফোরণে কতজন আহত হয়েছেন বা কারও মৃত্যু হয়েছে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। আজ বড়সড় বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় সূত্রে খবর, কাবুল বিমানবন্দরের কাছে খাওয়াজা বুঘরা অঞ্চলে রকেট হামলা হয়। একটি বাড়িতে গিয়ে রকেটটি লাগে। স্থানীয় লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, যে বাড়িটিতে গিয়ে রকেট লেগেছে, সেই বাড়িটি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন