News71.com
 International
 29 Jun 16, 07:20 PM
 456           
 0
 29 Jun 16, 07:20 PM

ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে!!!

ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে!!!

আন্তর্জাতিক ডেস্কঃ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে জুলাই মাস থেকেই বাড়তি বেতন পাবেন ৪৭ লক্ষ কর্মকর্তা-কর্মচারী। পেনশন বাড়বে ৫৩ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর। তবে কত শতাংশ বেতন বর্ধিত হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায়, বেতন, ভাতা ও পেনশন বাবদ সরকারের খরচ প্রায় ২৩.৫ শতাংশ বাড়বে। বিচারপতি একে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম বেতন কমিশন মূল বেতনে ১৪.২৭ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন মাসে ১৮ হাজার টাকা ও সর্বাধিক বেতন মাসে আড়াই লক্ষ টাকা করারও সুপারিশ করেছিল বেতন কমিশন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে নতুন বেতনক্রম কার্যকর হবে। নতুন হারে বেতন চালু হলে কবে থেকে বকেয়া বেতন মিলবে, তা এক কিস্তিতেই মিলবে কি না, তা জানার জন্যও এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন