News71.com
 International
 22 Aug 21, 07:46 PM
 233           
 0
 22 Aug 21, 07:46 PM

তালিবানের হাত থেকে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক॥ কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত ৭

তালিবানের হাত থেকে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক॥ কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ কাবুলিওয়ালার দেশে ফের মৃত্যুমিছিল। প্রাণ বাঁচাতে দেশ ছাড়ার হুড়োহুড়ি। আর সেই বিশৃঙ্খলার মাঝে পড়েই রবিবার মৃত্যু হল ৭ জনের। তাঁরা সকলেই আফগান নাগরিক বলে খবর। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। আর এই ঘটনায় তালিবান শাসনে আফগানিস্তানের অন্দরের ছবিটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। সাক্ষাৎ মৃত্যুরূপে রুক্ষ পাহাড়ে ঘেরা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। শহরে শহরে চলছে তাদের হুকুম। শরিয়ত আইন মেনে চলতে হচ্ছে আফগান নাগরিকদের। জান-মান বা সম্পত্তি কোনও কিছুরই নিশ্চয়তা নেই সেই দেশে। অগত্যা ভিটেমাটি ছেড়ে সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঠাঁই খুঁজছে আফগান নাগরিকরা। তাই বিমানবন্দরের বাইরে জড়ো হচ্ছেন তাঁরা। কোনওমতে যদি দেশ ছাড়া যায়।

এদিনও কাবুল বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছিলেন আফগান নাগরিকরা। একবার বিমানবন্দরের দেওয়াল টপকাতে পারলেই মিলতে পারে মুক্তির স্বাদ। কিন্তু সেই স্বাদ মেলার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সেই সময় হুড়োহুড়িতে ৭ জন আফগান নাগরিক পদপিষ্ট হন বলে খবর। এ প্রসঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, তালিবান আফগানভূমের দখল নেওয়ার পর থেকে সে দেশ ছাড়ার হিড়িক দেখা যাচ্ছে। এদিনও সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনই ৭ আফগান নাগরিকের মৃত্যু হয়। তারা আরও জানিয়েছে, বিমানবন্দর এলাকার পরিস্থিতি খুব খারাপ। তবু সতর্কতার সঙ্গে ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। আফগান শরণার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে আমেরিকা । বাইডেন প্রশাসন সূত্রে খবর, সেনাবাহিনীর যুদ্ধবিমান আফগানিস্তান থেকে তাঁদের উদ্ধার করার পর মার্কিন বাণিজ্যিক বিমান গন্তব্যস্থলে পৌঁছে দেবে বলে খবর। যদিও তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন