News71.com
 International
 29 Jun 16, 04:45 PM
 470           
 0
 29 Jun 16, 04:45 PM

ভারত অধিকৃত কাশ্মীরের পামপোরে সিআরপিএফের কনভয়ে হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদ

ভারত অধিকৃত কাশ্মীরের পামপোরে সিআরপিএফের কনভয়ে হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদ

নিউজ ডেস্ক:পাকিস্তানে প্রকাশ্যে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে ২০০৮-এর মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সইদ। এবার জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান গত শনিবার জম্মু ও কাশ্মীরের পামপোরে সিআরপিএফের কনভয়ে হামলার দায় স্বীকার করল।

ওই আত্মঘাতী জঙ্গি হামলায় ৮ জওয়ানের মৃত্যু হয়। জখম হন ২২ জন। এই নৃশংস হামলার দায় প্রকাশ্য জনসভায় স্বীকার করল হাফিজ। পাকিস্তানে এক জনসভায় সে বলেছে, ‘পামপোরের হামলার ছক আমরাই কষেছিলাম’।

আমেরিকা কুখ্যাত সন্ত্রাসবাদী হাফিজের মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। গত শুক্রবার শিয়ালকোটে জামাত-উদ-দাওয়ার মূল পাণ্ডা দাবি করেছিল, কাশ্মীরের ‘স্বাধীনতা সংগ্রাম’ প্রতিদিন গতি পাচ্ছে।

সে আরও বলেছিল, পাকিস্তানের নদীগুলিকে ‘মুক্ত করার জন্য’ সে ভারতের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করবে।হাফিজ তার ভাষণে আমেরিকাকেও একহাত নিয়েছে।

তার অভিযোগ, আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে চক্রান্ত করছে। পাক সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন