News71.com
 International
 21 Aug 21, 12:36 PM
 245           
 0
 21 Aug 21, 12:36 PM

৫ হাজার আফগানকে থাকতে দিবে সংযুক্ত আরব আমিরাত॥

৫ হাজার আফগানকে থাকতে দিবে সংযুক্ত আরব আমিরাত॥

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান থেকে অন্য দেশে যাওয়ার পথে ৫ হাজার আফগান নাগরিককে সাময়িকভাবে থাকার ব্যবস্থা করবে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (২০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানিস্তান থেকে তৃতীয় দেশে যাওয়ার পথে ৫ হাজার ব্যক্তিকে ১০ দিনের জন্য আরব আমিরাতে থাকার সম্মতি দেওয়া হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে একটি মার্কিন বিমানে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করবে বিতাড়িত আফগানরা। এদিকে, শুক্রবার (২০ আগস্ট) লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজন হলে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। বরিস জনসন বলেন, ‘আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন