News71.com
 International
 18 Aug 21, 12:53 PM
 242           
 0
 18 Aug 21, 12:53 PM

মৃত্যুপুরী হাইতিতে একের পর এক মিলছে মরদেহ॥ ইতিমধ্যেই ২ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

মৃত্যুপুরী হাইতিতে একের পর এক মিলছে মরদেহ॥ ইতিমধ্যেই ২ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী সামুদ্রিক ঝড় গ্রেসের প্রভাবে হাইতিতে ব্যাহত হচ্ছে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান। ভূমিকম্পের পর দু'দিন পেরিয়ে গেলেও, এখনও ক্যারিবীয় দেশটির বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত হচ্ছে। শক্তিশালী ঝড়ের আঘাতে দেশজুড়ে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। এটি আরও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে উদ্ধার অভিযানে যোগ দিতে যৌথ টাস্ক ফোর্স পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৮০ লাখ ডলার ত্রাণ সহায়তা পাঠিয়েছে জাতিসংঘ।

ভয়াবহ ভূমিকম্পে সব হারিয়ে নিঃস্ব এসব মানুষ ঝড়ের কবল থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুতে। নেই মাথা গোজার ঠাঁই, নেই প্রয়োজনীয় খাবার ও পানি। মিলছে না পর্যাপ্ত সহায়তা। অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি দিশেহারা এসব মানুষ। এদিকে মঙ্গলবার হাইতি উপকূল অতিক্রম করে পশ্চিম দিকে অগ্রসর হয় সামুদ্রিক ঝড় গ্রেস। এতে দেশজুড়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায়, মারাত্মক ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। যতই সময় গড়াচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ধ্বংসাবশেষ থেকে এখনও মিলছে একের পর এক মরদেহ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ জনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন