News71.com
 International
 18 Aug 21, 12:53 PM
 227           
 0
 18 Aug 21, 12:53 PM

২ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে উগান্ডা॥

২ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে উগান্ডা॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সরকারের অনুরোধে দুই হাজার আফগান শরণার্থীকে গ্রহণ করতে যাচ্ছে উগান্ডা। সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি এমন খবর দিয়েছে। বুধবার (১৮ আগস্ট) দিন শেষে ৫০০ আফগানের প্রথম গ্রুপটি পূর্ব আফ্রিকার দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে। নতুন আসা আফগানদের আইসোলেশন কেন্দ্রে পাঠানোর আগে তাদের সবার করোনার পরীক্ষা করা হবে। উগান্ডার শরণার্থী বিষয়কমন্ত্রী এসথের আনইয়াকুন এসব তথ্য দিয়েছেন। তবে এসব শরণার্থীকে বহনের অর্থ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

শরণার্থীদের স্বাগত জানানোর দীর্ঘ ইতিহাস রয়েছে উগান্ডার। এখনো সেখানে তেরো লাখ লোক আশ্রয় নিয়েছেন আছেন, যারা বিপর্যয় ও সংঘাত থেকে জীবন বাঁচাতে দেশটিতে আশ্রয় নিয়েছেন। আফ্রিকার যে কোনো দেশের তুলনায় উগান্ডায় শরণার্থীর সংখ্যা বেশি। এদিকে আফগানিস্তানে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়ে তালেবান বলেছে, তাদের সব বিরোধীকে ক্ষমা করে দেওয়া হবে। কাবুলে পশ্চিমা-সমর্থিত সরকারের কাছ থেকে ক্ষমতাগ্রহণের পর মঙ্গলবার (১৭ আগস্ট) প্রথমবার কোনো সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এমন দাবি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন