News71.com
 International
 13 Aug 21, 11:09 PM
 282           
 0
 13 Aug 21, 11:09 PM

ত্রিপুরায় তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির মিছিল॥

ত্রিপুরায় তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির মিছিল॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিদিনই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস দলের কোনো না কোনো নেতা ত্রিপুরা রাজ্যে এসে দলীয় কর্মসূচি করছেন। শাসক দল বিজেপি রাজ্যে বিরোধী দলের নেতাদের এই আনাগোনাকে সহজভাবে মেনে নিতে পারছেন না। তাই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে আগরতলায় এক বিশাল মিছিলের আয়োজন করেছে বিজেপি।শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ মিছিলে বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা ও অন্যান্য শাখা সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।

মিছিল শুরুর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে দাঁড়িয়ে দলের ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ‘ত্রিপুরা রাজ্যে যা কিছু হচ্ছে তা বিরোধী বামেদের জন্যই হচ্ছে।’ তিনি বলেন, ‘বামেরা এখন আগাছায় পরিণত হয়েছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা পরগাছা খুঁজছিলো। অবশেষে তৃণমূলকে পরগাছা হিসেবে পেয়েও গিয়েছে। তবে রাজ্যবাসী তাদের এসব চালাকি বুঝতে পারছেন এবং সময়মতো তাদের যোগ্য জবাব দেবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন