News71.com
 International
 12 Aug 21, 01:44 PM
 270           
 0
 12 Aug 21, 01:44 PM

অ্যান্টিবায়োটিক নিয়ে আদালতের নির্দেশ না মানায় স্বাস্থ্যসচিবসহ ৫ জনের বিরুদ্ধে রুল॥

অ্যান্টিবায়োটিক নিয়ে আদালতের নির্দেশ না মানায় স্বাস্থ্যসচিবসহ ৫ জনের বিরুদ্ধে রুল॥

 

নিউজ ডেস্কঃ অ্যান্টিবায়োটিক নিয়ে আদালতের আদেশ অনুসারে মনিটরিং না করার অভিযোগে স্বাস্থ্যসচিবসহ পাঁচজনের বিষয়ে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (১১ আগস্ট) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।  আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি জানান, জিএমপি অনুসরণ না করে বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ২০টি মেডিসিন কোম্পানি অ্যান্টিবায়োটিক উৎপাদন করায় তা বন্ধে এইচআরপিবি একটি জনস্বার্থের মামলা করলে হাইকোর্ট শুনানি শেষে তা বন্ধের নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে ২০১৬ সালের ২৪ আগস্ট কর্তৃপক্ষ ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস-সহ ২০টি প্রতিষ্ঠানের অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধ করে দেয়। পরবর্তিতে রুল শুনানি শেষে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি আদালত আংশিক রুল মঞ্জুর করে রায় দেন এবং পাঁচ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করে তাদের রিপোর্টের উপর ভিত্তি করে জিএমপি অনুসরণের সক্ষমতা অর্জন করার পরে অ্যান্টিবায়োটিক উৎপাদনের অনুমতি দেওয়ার জন্য বলা হয়েছে। রায়ে বিবাদীদের রেগুলার মনিটরিং করার জন্য বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন