News71.com
 International
 12 Aug 21, 01:40 PM
 265           
 0
 12 Aug 21, 01:40 PM

ভারতের হিমাচলে ফের ভূমিধস॥ নিহত ১১

ভারতের হিমাচলে ফের ভূমিধস॥ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশে আবারও ভূমিধসের ঘটনা ঘটেছে।এতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। বুধবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রদেশটির কিন্নৌর জেলায় ভূমিধসের এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে তখন ছিল একটি সরকারি বাস, একটি ট্রাক এবং বেশ কয়েকটি গাড়ি। বাসটি সিমলা যাচ্ছিল। বাসের যাত্রী ছিলেন ৪০ জন। ভূমিধসে চাপা পড়েছে গাড়িগুলো।

বার্তা সংস্থা রয়টার্সকে এক কর্মকর্তা জানান, ২৫ থেকে ৩০ জন এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে। শিমলা থেকে ১৬৩ কিলোমিটার দূরে কিন্নৌর জেলার ছাউরায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাসটি হিমাচল প্রদেশ রাজ্য পরিবহন দফতরের ছিল। হরিদ্বারের দিকে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই বাসটি। ধসের সময় চালক কোনোভাবে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে যান তিনি। পরে তাকে উদ্ধার করা হয়। ধসের ফলে সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়কটি। আটকেপড়া মানুষদের উদ্ধারকাজে নেমেছে ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনী (‌আইটিবিপি)‌। বাহিনীটির টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে এই উদ্ধার তৎপরতার কথা। ঘটনার কিছুক্ষণ পর আইটিবিপির মুখপাত্র বিবেক পান্ডে জানিয়েছেন, ঘটনাস্থলে তিনটি ব্যাটেলিয়নের ২০০ জন সদস্যকে পাঠানো হয়েছে। পাহাড় থেকে এখনও পাথর পড়ছে। পাথর বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষা করছেন জওয়ানরা। এলাকা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন