News71.com
 International
 29 Jun 16, 10:03 AM
 500           
 0
 29 Jun 16, 10:03 AM

ব্রেক্সিটের প্রভাবে পুজি বাজার উত্থানের পর আবারো পতন ঘটল জাপানের রাজধানি টোকিও'র শেয়ারবাজার....

ব্রেক্সিটের প্রভাবে পুজি বাজার উত্থানের পর আবারো পতন ঘটল জাপানের রাজধানি টোকিও'র শেয়ারবাজার....

আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিটের প্রভাবে কিছুটা উত্থানের পর অনিশ্চয়তার মধ্যে আবারো পতন ঘটল টোকিও শেয়ারবাজারের। সোমবার সেখানে শেয়ার সূচক শতকরা ১.২ ভাগ কমার পর দাঁড়িয়েছে ১৫১১২.২২ পয়েন্টে।

ব্রেক্সিট ভোটের পর এখন বিনিয়োগকারীরা জাপানের মুদ্রা ইয়েন কে নিরাপদ হিসেবে দেখছে। ফলে ইয়েনের মূল্য বেশ বেড়েছে বিশ্ববাজারে। কিন্তু ইয়েনের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে জাপানের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিপদে পড়ছে।

দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছে, ইয়েনের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেলে জাপানে তৈরি পণ্যের মূল্যও অস্বাভাবিকভাবে বেড়ে যাবে বিশ্ব বাজারে। সে ক্ষেত্রে অনেক ক্রেতাই মুখ ফিরিয়ে নিতে পারে জাপানের পণ্য থেকে।

আর এমন শঙ্কা থেকেই জাপানের শেয়ারবাজারে নিম্নগামী হচ্ছে সূচক। সোমবার দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, ইয়েনের ওপর প্রয়োজনবোধে নিয়ন্ত্রণ আরোপ করবে সরকার।

এদিকে যুক্তরাজ্যে উৎপাদন হওয়া টয়োটা, নিশান ও হোন্ডার শেয়ার ২ ভাগ কমে গেছে। কাছাকাছি অবস্থা সনি, হিটাচি, প্যানাসনিক ও ইয়ামাহার মতো প্রতিষ্ঠানগুলোর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন