News71.com
 International
 09 Aug 21, 02:19 PM
 319           
 0
 09 Aug 21, 02:19 PM

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪৩ লাখ ছাড়ালো॥

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪৩ লাখ ছাড়ালো॥

আন্তর্জাতিক ডেস্কঃবিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাত হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে চার লাখ ৮১ হাজার ৮৪৮ জন। আর সুস্থ হয়েছে চার লাখ ৪৫ হাজার ১৪৩ জন মানুষ।সোমবার (৯ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। রোববার (৮ আগস্ট) একদিনে নয় হাজার ৬১ জনের মৃত্যু হয় ও নতুন করে শনাক্ত হয় পাঁচ লাখ ৫৪ হাজার ৯১৫ জন। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৯২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ সাত হাজার ৩১০ জন। এছাড়াও ইতোমধ্যে সুস্থ হয়েছে ১৮ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৮১ জন।


করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ৩৩ হাজার ১১৬ জন। আর সুস্থ হয়েছে দুই কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৬২ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৫৮৮ জন। তাদের মধ্যে মারা গেছে চার লাখ ২৮ হাজার ৩৩৯ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি ১১ লাখ ৩১ হাজার ৯২২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন