News71.com
 International
 08 Aug 21, 09:14 PM
 266           
 0
 08 Aug 21, 09:14 PM

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড॥

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা নিয়ন্ত্রণে আনতে না পারা ও দেশটির অর্থনীতির মন্দা অবস্থার জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়ী করে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী ব্যাংকক। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ব্যাংককে পূর্বঘোষিত বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। করোনার ধাক্কায় দেশটিতে অর্থনৈতিক সংকটের জন্য সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে শনিবার (৭ আগস্ট) আন্দোলনে নামেন শত শত মানুষ। ব্যাংককে বিক্ষোভ থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় শহরটির ভিক্টোরি মনুমেন্টের কাছাকাছি এলে পুলিশ তাদের গতিরোধ করে। বাধার মুখে ভিক্টোরি মনুমেন্টের সামনেই অবস্থান নেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে কয়েকজন আহত হন। কয়েক ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ব্যাংকক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন