News71.com
 International
 08 Aug 21, 09:10 PM
 313           
 0
 08 Aug 21, 09:10 PM

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব॥ আটক ৩

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব॥ আটক ৩

নিউজ ডেস্কঃ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা হয়েছে। এই অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।আটক ওই তিন যুবক হলেন- শুভম সাহা (২৭), আমন সাহা (২৫) এবং গৈরিক ঘোষ (২৪)।রোববার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর।তিনি জানান, জেল হাজতে থাকাকালীন সময় পুলিশ এই তিন যুবককে জেরা করতে পারবে। এটা আদালতের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ওই যুবকরা এখন কারাগারে রয়েছে। চলতি মাসে ১৯ আগস্ট পর্যন্ত তাদের কারাগারে রাখা হবে ও আদালতে তোলা হবে। এ ঘটনায় তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কিনা আটককৃতকে জেরা করা হচ্ছে।  এর আগে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনগত রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা শহরের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বের হন। এ সময় পায়ে হেঁটে এলাকা ঘুরে দেখছিলেন তিনি। হঠাৎ দ্রুত বেগে একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। মুহূর্তেই তিনি সটকে পড়েন ও অল্পের জন্য প্রাণে রক্ষা পান। মুখ্যমন্ত্রীর ওপর প্রাণঘাতী এ হামলার অভিযোগে পুলিশ গাড়িটি জব্দ ও সেটিতে থাকা ৩ যুবককে আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন