News71.com
 International
 08 Aug 21, 02:28 PM
 253           
 0
 08 Aug 21, 02:28 PM

এবার ভয়াবহ আগুনে দিশেহারা গ্রিসের মানুষ॥

এবার ভয়াবহ আগুনে দিশেহারা গ্রিসের মানুষ॥

আন্তর্জাতিক ডেস্কঃ গেল ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিসের রাজধানী এথেন্সের বনাঞ্চল। তুরস্কের দক্ষিণাঞ্চলজুড়ে টানা ১০ দিন ধরে জ্বলতে থাকা দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির ৪৪টি প্রদেশের দুই শতাধিক স্থানে। এছাড়াও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়া দাবানল। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, এক অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে না আসতেই দাবানল ছড়িয়ে পড়ছে নতুন কোন স্থানে। গ্রিসের রাজধানী এথেন্সের বাইরের বনাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে দিশেহারা সাধারণ মানুষ। দাবানলের তীব্রতা ক্রমেই বাড়তে থাকায় আগুনের কাছে এ যেন অসহায় আত্মসমর্পণ দমকলকর্মীদের।

শুক্রবারও অঞ্চলটির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায়, আগুন নিয়ন্ত্রণে বেড়ে পেতে হচ্ছে দমকলকর্মীদের। বাড়ছে হতাহতের সংখ্যাও। শুধু তাই দমকলকর্মী নয়, আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। এরইমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে একাধিক গ্রাম ও অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা। দগ্ধ হয়ে মারা গেছে বহু গবাদিপশুও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে অন্তত ছয়টি এলাকায়। এদিকে আগুন দ্রুত একের পর এক আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন সেনা ও নৌ বাহিনীর সদস্যরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন