News71.com
 International
 08 Aug 21, 02:25 PM
 308           
 0
 08 Aug 21, 02:25 PM

হুয়াওয়ে ত্যাগের শর্তে ব্রাজিলকে ন্যাটো সদস্য করার প্রস্তাব দিল মার্কিন যুক্তরাষ্ট্র॥

হুয়াওয়ে ত্যাগের শর্তে ব্রাজিলকে ন্যাটো সদস্য করার প্রস্তাব দিল মার্কিন যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার জন্য ব্রাজিলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জেক সুলিভান এই প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ব্রাজিল যদি চীনের হুয়াওয়ে মোবাইল ফোনের ফাইভ-জি নেটওয়ার্ক মার্কেট থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্রের মডেল গ্রহণ করে তাহলে তাকে ন্যাটোর সদস্য করা হবে। চলতি সপ্তাহে সুলিভান ব্রাজিল সফর করেন এবং গত বৃহস্পতিবার তিনি দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে বৈঠক করেন।এ সফরে তিনি ব্রাজিলের আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সঙ্গে টেলিযোগাযোগ খাতে সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন।


মার্কিন এই শীর্ষ কর্মকর্তার সফরকালে সাইবার নিরাপত্তা এবং ন্যাটো জোটে ব্রাজিলের সদস্য হওয়ার সম্ভাবনা ছাড়াও আমাজন বন উজাড় ও করোনা ভ্যাকসিন সরবরাহ নিয়ে আলোচনা করেন। শুক্রবার স্থানীয় দৈনিক ফোলহা ডি সাও পাওলো এক রিপোর্টে জানিয়েছে, ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ওল্টার ব্রাগা নেট্টোর সঙ্গে ন্যাটো জোটে যুক্ত হওয়ার বিষয় নিয়ে জেক সুলিভান বিস্তারিত আলোচনা করেছেন।ব্রাজিলের যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা চীনের হুয়াওয়ে মোবাইল ফোন বাদ দিয়ে মার্কিন প্রযুক্তি গ্রহণের প্রস্তাব দেন।

সূত্রঃ খবর পার্সটুডে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন