News71.com
 International
 07 Aug 21, 01:16 PM
 251           
 0
 07 Aug 21, 01:16 PM

রকেট ছুড়ে ইসরায়েলের বিমান হামলার জবাব হিজবুল্লাহর॥

রকেট ছুড়ে ইসরায়েলের বিমান হামলার জবাব হিজবুল্লাহর॥

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের বিমান হামলার জবাবে রকেট ছুড়েছে ইরান সমর্থিত গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (৬ আগস্ট) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দুই দেশের বিতর্কিত শিবা ফার্মস এলাকায় ইসরায়েলি সৈন্যদের অবস্থানের কাছে কয়েক ডজন রকেট ছুড়েছে তারা। রকেটগুলো খোলা মাঠে বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের তথ্য জানা যায়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে কমপক্ষে ১০টি রকেট ছোড়া হয়েছে। এর জবাবে রকেট ছোড়ার স্থানগুলোতে হামলা চালাচ্ছে  তারা।

হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য না জানালেও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আইরন ডোম ব্যবস্থার মাধ্যমে রকেটগুলো প্রতিহত করা হয়েছে। তবে উত্তর ইসরায়েলের আপার গ্যালিলে এলাকায় বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে গত কয়েকদিনে বেড়েছে পাল্টাপাল্টি হামলার ঘটনা। বৃহস্পতিবার (০৫ আগস্ট) দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান। তাদের দাবি, প্রতিবেশী দেশ থেকে টানা দ্বিতীয় দিন রকেট হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন