News71.com
 International
 04 Aug 21, 10:00 PM
 189           
 0
 04 Aug 21, 10:00 PM

কাবুলে আফগান সরকারের মন্ত্রীর বাড়িতে বন্দুকধারীর হামলা॥ নিহত ৮

কাবুলে আফগান সরকারের মন্ত্রীর বাড়িতে বন্দুকধারীর হামলা॥ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুলে বন্দুকধারীরা প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছেন। হামলায় আফগান সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এ সময় আট জন নিহত হয়েছেন। বুধবার (৪ আগস্ট) এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, হামলার সময় প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি বাড়িতে ছিলেন না। ঘটনার পর বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলায় আট জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। এ ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি টুইট করে জানান, ‘উদ্বেগের কারণ নেই, সবকিছু ঠিক আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন