আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সরকারি বাহিনীর কমান্ডার জেনারেল সামি সাদাত বলেছেন, একজন তালেবানকেও আমরা জীবিত ছেড়ে দেব না। তারা যেখানে থাকবে, সেখানেই আমরা লড়াই চালিয়ে যাবো। মঙ্গলবার (৩ আগস্ট ) দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি জানি, নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়া কঠিন। এটি আমাদের জন্যও কষ্টের। কিন্তু আপনি যদি কিছুদিনের জন্য বাস্তুচ্যুত হয়ে যান, তবে আমাদের ক্ষমা করে দেবেন।
জাতিসংঘ জানিয়েছে, শহরটিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। শহরটিতে দুই লাখের মতো বাসিন্দা রয়েছেন। ২১৫ মাওয়ান্দ আর্মি কোর্পসের এই কমান্ডার বলেন, দয়া করে, যত দ্রুত সম্ভব আপনারা শহর থেকে বেরিয়ে যান। তালেবানকে শহর থেকে তাড়িয়ে দিতে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিয়েছে সামরিক বাহিনী।