News71.com
 International
 31 Jul 21, 01:14 PM
 290           
 0
 31 Jul 21, 01:14 PM

তালেবানদের বেসামরিক নাগরিক বলে সমর্থন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান॥

তালেবানদের বেসামরিক নাগরিক বলে সমর্থন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তালেবান কোনো সামরিক সংগঠন নয়, বরং তারা সাধারণ বেসামরিক নাগরিক'। বৃহস্পতিবার আমেরিকান পিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  সাক্ষাত্কারে খান প্রশ্ন তোলেন, পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় ৩০ লাখ আফগান শরণার্থী থাকেন। পাকিস্তান কীভাবে তাদের খুঁজে বের করবে? তাদের বেশিরভাগই পশতুন, তালেবান যোদ্ধাদের মতো একই জাতি গোষ্ঠীর।  তালেবান এবং আফগানিস্তান সরকারি বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে ইমরান খান এমন বক্তব্য দিলেন।  তিনি পাকিস্তানের মাটিতে তালেবানদের নিরাপদ আশ্রয়ের বিষয়ে দাবিও অস্বীকার করেন। 

তালেবান এবং তার সহযোগীদের সামরিক, আর্থিক ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করার অভিযোগ তোলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তবে ইমরান খান এই অভিযোগকে 'অত্যন্ত অন্যায়' বলে উড়িয়ে দেন। তিনি দাবি করেন, আফগানিস্তানে মার্কিন যুদ্ধের পর হাজার হাজার পাকিস্তানি প্রাণ হারিয়েছে। তিনি বলেন, এক-এগারোতে নিউ ইয়র্কে যা ঘটেছে তার সাথে পাকিস্তানের কোন সম্পর্ক নেই।  আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ১৬ জুলাই দুশানবেতে এক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অভিযোগ করেন, গোয়েন্দা হিসাব অনুযায়ী গত মাসে পাকিস্তান ও অন্যান্য স্থান থেকে ১০ হাজারের বেশি জিহাদি যোদ্ধা আফগানিস্তানে অনুপ্রবেশের ইঙ্গিত দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন