News71.com
 International
 29 Jul 21, 01:25 PM
 267           
 0
 29 Jul 21, 01:25 PM

ইতালিমুখী ২৩১ আফগান অভিবাসীকে আটক করল তুরস্ক॥

ইতালিমুখী ২৩১ আফগান অভিবাসীকে আটক করল তুরস্ক॥

আন্তর্জাতিক ডেস্কঃ এজিয়ান সাগরে ইউরোপমুখী দুই শতাধিক আফগান অভিবাসীবাহী একটি নৌকা আটকে দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। বুধবার (২৮ জুলাই) তুর্কি কোস্টগার্ড ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এমন তথ্য দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরান হয়ে তুরস্কের পূর্বাঞ্চলের দিকে অতিক্রম করার সময় আফগান অভিবাসীদের নৌকাটি জব্দ করে তুর্কি উপকূলরক্ষীরা।

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকে দেশটিতে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে।দেশটির বিভিন্ন জেলা ও সীমান্ত ক্রসিং এখন তালেবানের নিয়ন্ত্রণে। সহিংসতা শুরু হওয়ার পর থেকে আফগানরা ইরান হয়ে তুরস্কে পাড়ি জমাচ্ছেন। তাদের আসল গন্তব্য হচ্ছে ইউরোপ। চলতি মাসে অভিবাসীদের বড় একটি সংখ্যা আটক করেছে তুরস্ক। এতে অভিবাসনের নতুন এই ঢল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত সপ্তাহে কর্মকর্তারা বলেন, ইরান সীমান্ত থেকে আগের ১০ দিনে দেড় হাজার অভিবাসীকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন