News71.com
 International
 28 Jul 21, 01:43 PM
 329           
 0
 28 Jul 21, 01:43 PM

বুধবার জাপানে আঘাত হানবে ঘূর্ণিঝড় নেপারতাক॥

বুধবার জাপানে আঘাত হানবে ঘূর্ণিঝড় নেপারতাক॥

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (২৮ জুলাই) জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানবে মৌসুমি ঝড় নেপারতাক। এর প্রভাবে টোকিও ও এর আশপাশের এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।  দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার আনুমানিক বিকেল ৩টার দিকে কেসেনুমা শহরের কাছে ঝড়টি আঘাত হানবে।  এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে টোকিওসহ আশপাশের এলাকায় মঙ্গলবার (২৭ জুলাই) তীব্র বাতাসসহ বৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের কারণে টোকিও অলিম্পিকে এরইমধ্যে আর্চারি ও সার্ফিংসহ বেশ কিছু খেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন