News71.com
 International
 27 Jul 21, 11:13 PM
 328           
 0
 27 Jul 21, 11:13 PM

সৌজন্য সাক্ষাতে পশ্চিমবঙ্গের মানুষের জন্য মোদীর কাছে ভ্যাকসিন চাইলেন মমতা॥

সৌজন্য সাক্ষাতে পশ্চিমবঙ্গের মানুষের জন্য মোদীর কাছে ভ্যাকসিন চাইলেন মমতা॥

নিউজ ডেস্কঃ পূর্বঘোষিত সূচি মেনেই মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে বৈঠকের আগে তিনি কংগ্রেসের দুই নেতা কমল নাথ ও আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিটের বৈঠকের পর ছাতা হাতে বৃষ্টি ভেজা দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি জানান, পশ্চিমবঙ্গে তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর এটা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। সংবিধান মেনে নির্বাচনে জিতলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয়। আমি সেটা করতেই আজ এসেছি।

তবে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ভ্যাকসিন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে বলে মমতা জানান। কেন্দ্রীয় স্তরে ভ্যাকসিন বণ্টনের সময় বাংলার জনসংখ্যার কথা মাথায় রাখার দাবি জানিয়েছেন তিনি। মমতা বলেন, অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে সংক্রমণ হার কম হলেও আমাদের আরও ভ্যাকসিনের দরকার। এই অনুরোধ আমি করেছি। এছাড়া রাজ্যের বকেয়া মেটানোসহ একাধিক ইস্যুতে প্রায় আধঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে। এই আলোচনায় ভ্যাকসিন প্রসঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করার পক্ষে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন