News71.com
 International
 27 Jun 16, 10:18 PM
 441           
 0
 27 Jun 16, 10:18 PM

গ্রিসের এথেন্স নগরীর উপকূলে একটি প্রাচীন নৌঘাঁটির সন্ধান

গ্রিসের এথেন্স নগরীর উপকূলে একটি প্রাচীন নৌঘাঁটির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের এথেন্স নগরীর উপকূলের অদূরের সমুদ্রতলে প্রায় আড়াই হাজার বছরের পুরোনো একটি প্রাচীন নৌঘাঁটির সন্ধান পেয়েছেন গবেষকেরা। ডেনমার্কের কোপেন হেগেন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক প্রত্নতাত্বিক জোর্ন লোভেনের নেতৃত্বে একদল গ্রিক প্রত্নতাত্মিক এই আবিষ্কার করেন।

আবিষ্কৃত নৌঘাঁটিতে ছয়টি জাহাজ রাখার কাঠের ছাউনির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কাঠের কার্বন ডেটিংয়ে জানা গেছে, ৫২০-৪৮০ খ্রি.পূ. সময়কালে নির্মিত হয়েছে ওই নৌঘাঁটি। ৪৮০ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের সঙ্গে সালামিসের যুদ্ধের সময় গ্রিকরা নৌঘাঁটিটি ব্যবহার করেছে।

থেমিস্টোক্লেসের নেতৃত্বে গ্রিক নগর রাষ্ট্রগুলোর জোটবাহিনীর সাথে রাজা জেরেক্সের নেতৃত্বাধীন পারস্য সাম্রাজ্যের সেনা বাহিনীর যুদ্ধ হয়। যদিও গ্রিকরা সংখ্যায় খুবই কম ছিল তথাপি তারা ওই যুদ্ধে জয়লাভ করে। গ্রিসের মূল ভুমি ও সালামিস দ্বীপপুঞ্জের মধ্যবর্তী প্রণালিতে এই যুদ্ধ সংঘটিত হয়।

এই নৌ যুদ্ধ গ্রিসের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। ওই যুদ্ধে যদি পারসিকরা জয়লাভ করতে পারত তাহলে পুরো ইউরোপের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসই হয়তো বদলে যেত।

সালামিসের যুদ্ধে গ্রিকদের জয়ের কাহিনী আজও বিশ্ব ইতিহাসে শ্রদ্ধা জাগানিয়া ও অনুপ্রেরণাদায়ী একটি ঘটনা হিসেবে গণ্য হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন