News71.com
 International
 11 May 21, 11:23 AM
 305           
 0
 11 May 21, 11:23 AM

করোনায় উৎপাদন কার্যক্রম বন্ধ করল ইয়ামাহা।।

করোনায় উৎপাদন কার্যক্রম বন্ধ করল ইয়ামাহা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে উচ্চ সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা। সোমবার (১০ মে) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ১৫ থেকে ৩১ মে পর্যন্ত সব প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

তবে আগামী জুনের ১ তারিখ থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রমে ফিরবে কিনা সে বিষয়ে বিবৃতিতে কিছু জানায়নি। তবে কোভিড পরিস্থিতির উন্নতি হলে তারা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। কোম্পানিটি বলছে, তাদের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে কর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা। এমনকী তারা সকল প্রকার ডিলার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা আপাতত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে কর্পোরেট ও অঞ্চলভিত্তিক অফিসের কর্মীরা বাসায় বসে গ্রাহকদের সেবা দিতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন