News71.com
 International
 09 May 21, 06:19 PM
 447           
 0
 09 May 21, 06:19 PM

ভুটানে করোনায় মাত্র একজনের মৃ্ত্যু।।

ভুটানে করোনায় মাত্র একজনের মৃ্ত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মহামারিতে সারাবিশ্বের অবস্থা নাজুক । করোনার দাপটে এই অঞ্চলের দেশগুলোর অবস্থাও বর্তমানে নাজুক অবস্থায় পড়েছে। বিশেষ করে করোনার দ্বিতীয় তরঙ্গে কাবু হয়ে আছে ভারত। অথচ করোনা মানচিত্রে অন্যতম বিরল দেশ ভুটান। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মাত্র একজন।

 

করোনা সংক্রমণ শুরুর সময়ে রাজধানী থিম্পুর হাসপাতালে আক্রান্ত এক যুবকের একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়। তার পর থেকে সে দেশে এক জনেরও করোনায় মৃত্যু হয়নি। দৈনিক সংক্রমণও আছে নিয়ন্ত্রণে। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, ভুটানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার ২০২ জন এবং মারা গেছে একজন। আক্রান্তদের মধ্যে এক হাজার ৬৫জন সুস্থ হয়েছে এবং বর্তমানে আক্রান্ত রয়েছে ১৩৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন