News71.com
 International
 04 May 21, 01:14 PM
 602           
 0
 04 May 21, 01:14 PM

কাবুল থেকে সেনা প্রত্যাহারে 'ভয়ংকর পরিণতি' হতে পারে।। হিলারি ক্লিনটন

কাবুল থেকে সেনা প্রত্যাহারে 'ভয়ংকর পরিণতি' হতে পারে।। হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিরোধিতা করে এর ‘ভয়ংকর পরিণতি’ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘এমন সিদ্ধান্তে তালেবানের ক্ষমতা দখল করে নেওয়ার ঝুঁকি তৈরি হবে। আবারও গৃহযুদ্ধ শুরুর শঙ্কা দেখা দেবে দেশটিতে।’ মঙ্গলবার (৪ মে) মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনকে সতর্ক করে হিলারি বলেন, ‘অনেক কঠিন একটি সিদ্ধান্ত।

আমি এই বিষয়টিকে উভয় সমস্যা হিসেবে দেখি। সেনা প্রত্যাহার কিংবা থেকে যাওয়া, দুটো বিষয়ের একটা পরিণতি আছে বলে আমি মনে করি। তবে এই প্রত্যাহারের সিদ্ধান্তে কঠিন পরিণতির সৃষ্টি হতে পারে।’ এই সেনা প্রত্যাহারের বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছে হিলারি বলেন, কাবুল সরকারের পতন হতে পারে এবং ক্ষমতা চলে যেতে পারে তালেবানের হাতে। আর তাতে বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড আবার বেড়ে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন