News71.com
 International
 25 Jun 16, 06:23 PM
 448           
 0
 25 Jun 16, 06:23 PM

ইইউর সাথে থাকতে প্রয়োজনে স্বাধীনতা চাইবে স্কটল্যান্ড।।

ইইউর সাথে থাকতে প্রয়োজনে স্বাধীনতা চাইবে স্কটল্যান্ড।।

আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের নেতা নিকোলাস স্টারজিওন বলেছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষ নিলেও তা স্কটল্যান্ডের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ইইউর সঙ্গে থাকতে প্রয়োজনে স্কটল্যান্ডকে স্বাধীন করতে দ্বিতীয় গণভোট আয়োজনের ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য গত বৃহস্পতিবারে অনুষ্ঠিত গণভোটে অধিকাংশ স্কটিশ জনগণ ইইউ-এর সাথে থাকার পক্ষে ভোট দিয়েছেন।

তিনি বলেন, দ্বিতীয় গণভোটের বিষয়টি আলোচনা থাকা প্রয়োজন, এবং তা রয়ছেও। নতুন গণভোট আয়োজন করতে যখনই প্রয়োজন হবে তখনই আমরা পার্লামেন্টে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।

স্টারজিওন আরো বলেন, স্কটল্যান্ডকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে ইইউ থেকে বের হয়ে যেতে হয় তবে স্কটিশ পার্লামেন্টের দ্বিতীয়বারের মত গণভোটের পথে হাটা উচিৎ। এসময় ২০১৪ সালের গণভোটের কথা স্মরণ করেন তিনি। যুক্তরাজ্য থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করার পক্ষে-বিপক্ষে গণভোট করা হয়েছিল ২০১৪ সালে। ৫১-৪৯ শতাংশ ভোটে তখন যুক্তরাজ্যের অখণ্ডতার পক্ষ নিয়েছিল স্কটল্যান্ডের জনগণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন