News71.com
 International
 12 Feb 16, 08:16 AM
 848           
 0
 12 Feb 16, 08:16 AM

প্রশাসনের সমর্থনে পাকিস্তানের পেশোয়ারে ভ্যালেন্টাইনস ডে পালন নিষিদ্ধ করে ফতোয়া জারি ।।

প্রশাসনের সমর্থনে পাকিস্তানের পেশোয়ারে ভ্যালেন্টাইনস ডে পালন নিষিদ্ধ করে ফতোয়া জারি ।।

নিউজ ডেস্ক : ইসলাম ধর্মের সাথে সামঞ্জস্য নয় এই ফতোয়া দিয়ে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। পেশোয়ারের কাছে কোহাট জেলার কর্তৃপক্ষ পুলিশকে নির্দেশ দিয়েছেন দোকানপাটে যেন ভ্যালেন্টাইন কার্ড এবং কোন রোমান্টিক জিনিসপত্র বিক্রি করা না হয়, তা নিশ্চিত করতে। কেন তারা এই পদক্ষেপ নিলেন এর কোনম কারণ অবশ্য জেলা কর্তৃপক্ষ উল্লেখ করেননি। কট্টর ইসলামপন্থীরা কোহাট জেলার ক্ষমতায় আছে।

এর আগেও পাকিস্তানের কট্টর ইসলামপন্থীরা ভ্যালেনটাইনস ডে পালনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিল এই বলে যে, এটি পাকিস্তানী সংস্কৃতির পরিপন্থী। উল্লেখ্য পাকিস্তানেও সম্প্রতি ভ্যালেন্টাইন ডে পালন জনপ্রিয় হয়ে উঠেছে। এ উপলক্ষে দোকানপাটে কার্ড, চকোলেট এবং অনেকধরণের জিনিসপত্র বিক্রি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন