News71.com
 International
 13 Jan 21, 10:34 PM
 279           
 0
 13 Jan 21, 10:34 PM

আরও ৭৩টি যুদ্ধবিমান তৈরী করছে ভারত॥

আরও ৭৩টি যুদ্ধবিমান তৈরী করছে ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ আরও ৭৩ টি তেজস এলসিএস যুদ্ধবিমান ও ১০ টি ট্রেনার এয়ারক্রাফট কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ভারত। এতে খরচ ধরা হয়েছে ৪৫ হাজার ৬৯৬ কোটি রুপি। নিজ দেশেই তৈরি হতে যাওয়া এসব যুদ্ধবিমানের নকশা ভারতের ইঞ্জিনিয়াররাই করেছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেছেন, আগামী দিনে বিমানসেনার প্রধান ভরসা হয়ে উঠবে তেজস যুদ্ধবিমান। তাতে এমন কয়েকটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা এদেশে কখনও হয়নি।

এক বিবৃতিতে ভারত সরকার জানায়, ভারতের বিমানসেনার বিশেষ প্রয়োজন মেটাবে তেজস যুদ্ধবিমান। এর ফলে প্রয়োজনের সময় আরও বেশি সংখ্যক বিমান পাওয়া যাবে ভারতীয় বিমানবাহিনীতে। জানা গেছে, এমকে-১এ মডেলের এই তেজাস যুদ্ধবিমানে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যান অ্যারে র‌্যাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটসহ অত্যাধুনিক নানা সরঞ্জাম রয়েছে। এছাড়াও জ্বালানি ফুরিয়ে গেলে আকাশেই ফের জ্বালানি ভরার ব্যবস্থাও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন