News71.com
 International
 07 Jun 16, 12:46 PM
 527           
 0
 07 Jun 16, 12:46 PM

প্রচন্ড দাবদাহে ভারতের আহমেদাবাদে আজ থেকে রেড অ্যালার্ট জারি  

প্রচন্ড দাবদাহে ভারতের আহমেদাবাদে আজ থেকে রেড অ্যালার্ট জারি   

 

আন্তরজাতিক ডেস্কঃ গত দুই সপ্তাহ তাপমাত্রা কিছুটা কম থাকার পর ভারতের গুজরাটে আবারও দাবদাহ শুরু হয়েছে। গতকাল সোমবার সেখানকার তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ মঙ্গলবার থেকে ভারতের আহমেদাবাদে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে দাবদাহে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যাওয়ায় আহমেদাবাদে মৃতের সংখ্যা বেড়ে ১৮ হয়েছে।

আহমেদাবাদের মিউনিসিপ্যাল করপোরেশন জানিয়েছে মঙ্গলবার সেখানকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। তার এটি রেড অ্যালার্টের মধ্যে পড়ে।

অন্যান্য এলাকার মধ্যে সোমবার গান্ধিনগরে ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস, সুরেন্দ্রনগরে ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস, দেসাতে ৪৪ ডিগ্রি সেলসিয়াস, ভালাভ বিদ্যা নগরে ৪৩.১ ডিগ্রি সেলসিয়া ও ভাদোদারাতে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আগামী দিনগুলোতে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আশা করছেন আবহাওয়বিদরা। গত ১৯ মে শত বছরের রেকর্ড ভঙ্গ করে আহমেদাবাদে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে। খবর: পিটিআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন