News71.com
 International
 01 Jun 16, 07:34 PM
 624           
 0
 01 Jun 16, 07:34 PM

পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্থ ও অপরাধ প্রবণ শহর লন্ডন: মাফিয়া গবেষক রবার্তো স্যাভিনো

পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্থ ও অপরাধ প্রবণ শহর লন্ডন: মাফিয়া গবেষক রবার্তো স্যাভিনো

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুসংগঠিত অপরাধচক্র হলো মাফিয়া। আর এই মাফিয়াদের বিশেষজ্ঞ হলেন রবার্তো স্যাভিনো। তিনি এ গ্রহের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এলাকাটিকে শনাক্ত করেছেন। তার মতে, লন্ডন পৃথিবীর সর্বাধিক দুর্নীতিপরায়ণ শহর। এই অনুসন্ধানী সাংবাদিক মূলত বিখ্যাত হয়েছেন ইতালির নেপলসের বিখ্যাত ক্যামোরা সাম্রাজ্য নিয়ে গবেষণার মাধ্যমে। বর্তমানে স্যাভিনো তার দৃষ্টি সরিয়ে নিয়েছেন ব্রিটিশ রাজধানীর দিকে। তিনি লন্ডনকে অপরাধ ও ঘুষের আন্তর্জাতিক জালের কেন্দ্রবিন্দু বলে আখ্যায়িত করেন। তবে তিনি বলেন, ব্রিটিশ আমলাতন্ত্র, পুলিশ বা রাজনীতির কথা নয়। এলাকাটি মূলত দুর্নীতির অর্থনৈতিক রাজধানী। সম্প্রতি গুঞ্জন ছড়ায় এখানকার ৯০ শতাংশ ব্যবসায়ীর অফশোর হেডকোয়ার্টার রয়েছে। 'আফগানিস্তান ও নাইজেরিয়া সম্ভবত বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ'- আর এ কথাটিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে স্যাভিনোর বক্তব্য। স্যাভিনো জনান, সাধারণত দুর্নীতির বিষয়টি দরিদ্র, অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রেই বিবেচিত হয়। কিন্তু ধনী দেশের মানুষগুলো যে দুর্নীতির চূড়ান্তে তা গোপন থেকে যায়। ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা লন্ডনকে সবচেয়ে উন্নত ট্যাক্স হেভেন বলে অভিহিত করেন। কিন্তু এটাই আবার মানি লন্ডারিংয়ের স্বর্গরাজ্য।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে বলা হয়, লন্ডনের ৩৩ হাজার বাড়ির মালিক কোনো বিদেশি কম্পানি। এদের মাধ্যমে মালিক তার নিজের নাম গোপন রাখেন। অবৈধ অর্থের কারবার বড় ধরনের অপরাধের অন্যতম। এই অবৈধ অর্থের কারণেই নেপসের আশপাশে ৪ হাজার মানুষকে খুন হয়ে যেতে দেখেছেন স্যাভিনো। তিনি আরো জানান, আন্তর্জাতিক অপরাধের যা ঘটে চলেছে তার প্রায় সবগুলোই ব্রিটিশ ক্যাপিটালকেন্দ্রিক। আর যদি মাদকের কথা বলা হয়, তব ম্যাক্সিকো এর হৃদয়, আর লন্ডন তার মস্তিষ্ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন