News71.com
 International
 04 Oct 19, 10:58 PM
 157           
 0
 04 Oct 19, 10:58 PM

অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনকে রাশিয়ার সহযোগিতা ।।

অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনকে রাশিয়ার সহযোগিতা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অত্যাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরিতে চীনকে সহযোগিতা দিচ্ছে রাশিয়া। আধুনিক এ প্রযুক্তিটি ক্ষেপণাস্ত্র হামলার আগেই সতর্ক করতে পারে। শুক্রবার রাশিয়া এক বিবৃতিতে জানায়, এতে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠবে। এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগাম সতর্কতা ব্যবস্থা তৈরিতে চীনকে সহায়তা করছে। যা এ মুহূর্তে শুধুমাত্র রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। পুতিন বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা চীনের প্রতিরক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন