আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণকে 'অত্যন্ত বাজে' বলে মন্তব্য করেছেন সৌরভ গাঙ্গুলী। বীরেন্দ্র শেবাগের সাথে সুর মিলিয়েন তিনি এ মন্তব্য করেন। শুধু তাই না, তার বক্তব্যকে সরাসরি ‘আবর্জনা’ বলেও কটাক্ষ করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ট্যুইটারে ইমরানকে একহাত নিয়েছিলেন শেবাগ। নিজের অফিসিয়াল ট্যুইটার একাউন্ট থেকে ইমরান খানের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে সাবেক ভারতীয় ওপেনার নানা সমালোচনা করেছিলেন। শেবাগের সেই ট্যুইটের জবাবে গাঙ্গুলী লিখেছেন, ‘ভিরু (শেবাগের ডাক নাম) আমি এটা দেখে হতভম্ব হয়ে গেছি নজিরবিহীন বক্তব্য বিশ্বের এখন শান্তি দরকার, দেশ হিসেবে পাকিস্তানের যা সবচেয়ে বেশি প্রয়োজন এবং তাদের নেতা এমন আবর্জনাসুলভ কথাবার্তা বলছে যে ইমরান খানকে ক্রিকেট বিশ্ব জানত, এ সে নয় জাতিসংঘে তার ভাষণ ছিল অত্যন্ত বাজে।’