News71.com
 International
 21 Dec 25, 02:47 PM
 11           
 0
 21 Dec 25, 02:47 PM

দক্ষিন আফ্রিকায় বন্দুকধারীদের হামলাঽ ৯ জন নিহত, আহত ১০  

দক্ষিন আফ্রিকায় বন্দুকধারীদের হামলাঽ ৯ জন নিহত, আহত ১০   

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি ডিসেম্বর মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের গোলাগুলির ঘটনা।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুলিশ প্রথমে ১০ জন নিহতের তথ্য দিলেও পরে তা সংশোধন করে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডাল এলাকায় হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা রাস্তায় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলাকারীরা দুটি গাড়িতে করে এসে প্রথমে একটি অনানুষ্ঠানিক পানশালার ক্রেতাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং পালানোর সময় পথচারীদের দিকেও গুলি ছোড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন