News71.com
 International
 04 Oct 19, 02:11 PM
 160           
 0
 04 Oct 19, 02:11 PM

উত্তরার আবাসিক হোটেল থেকে ২ গ্যাম্বলিং মেশিন উদ্ধার ।।

উত্তরার আবাসিক হোটেল থেকে ২ গ্যাম্বলিং মেশিন উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার চাইনিজ নাগরিক কেন্টের মালিকানাধীন একটি আবাসিক হোটেল থেকে হংকং ও ম্যাকাও এর ক্যাসিনোর বিখ্যাত দুইটি গ্যাম্বলিং মেশিন ‘মাহাজং’ উদ্ধার করা হয়েছে। এই দুই মাহাজং মেশিন আমদানিতে আন্ডার ইনভয়েসিং করে দুই লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।এই শুল্ক ফাঁকি দেওয়ার বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঢাকার উত্তরার ১৩নং সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের চাইনিজ নাগরিক কেন্টের মালিকানাধীন হবনব কফি হাউস ও চাইনিজ রেস্টুরেন্ট এবং তার বাণিজ্যিক আবাসিক হোস্টেলে (সেক্টর-১৪, রোড-১৫, হাউস-৫৬ উত্তরা) ০২ (দুই) অভিযান চালিয়ে ক্যাসিনোর বিখ্যাত ইলেকট্রিক গ্যাম্বলিং মেশিন উদ্ধার করা হয়।

আমদানি স্তরে মিথ্যা ঘোষণার মাধ্যমে ক্যাসিনো মেশিন দুটি খালাসে আনুমানিক দুই লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।অভিযানটি পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার আলম পাটওয়ারী এবং কেফায়েতউল্লাহ মজুমদারের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি দল।আল মামুন বলেন, কেন্টের মালিকানাধীন উত্তরার চাইনিজ হোস্টেল এবং হবনব কফি হাউসে বিভিন্ন চাইনিজ নাগরিকের আনাগোনা। যারা গ্যাম্বলিংয়ে মত্ত থাকতেন। সাম্প্রতিক অভিযানের খবরে হবনব কফি হাউসে ব্যবহৃত ক্যাসিনো খেলার মাহাজং মেশিন দুটি আবাসিক হোস্টেলে লুকিয়ে রাখা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন