আন্তর্জাতিক ডেস্কঃ ইরান দাবি করেছে, তাদের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ষড়যন্ত্র করেছিল দখলদার ইসরায়েল ও আরব গুপ্তচররা। তবে সে ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হোসেইন তায়েব বৃহস্পতিবার তেহরানে সংস্থাটির কমান্ডারদের এক সমাবেশে এ তথ্য জানান বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। হোসেইন তায়েব বলেন, গত মাসে দক্ষিণ ইরানের কেরমান প্রদেশে ইমাম হোসেন রা.- এর শাহাদাৎবার্ষিকীর শোকানুষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়ে তাকে (কাসেম সোলাইমানি) হত্যার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু এর আগেই ষড়যন্ত্রকারীদের আটক করা সম্ভব হয়।