News71.com
 International
 04 Oct 19, 01:50 PM
 133           
 0
 04 Oct 19, 01:50 PM

ইরানি জেনারেলকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ ।।

ইরানি জেনারেলকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান দাবি করেছে, তাদের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ষড়যন্ত্র করেছিল দখলদার ইসরায়েল ও আরব গুপ্তচররা। তবে সে ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হোসেইন তায়েব বৃহস্পতিবার তেহরানে সংস্থাটির কমান্ডারদের এক সমাবেশে এ তথ্য জানান বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। হোসেইন তায়েব বলেন, গত মাসে দক্ষিণ ইরানের কেরমান প্রদেশে ইমাম হোসেন রা.- এর শাহাদাৎবার্ষিকীর শোকানুষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়ে তাকে (কাসেম সোলাইমানি) হত্যার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু এর আগেই ষড়যন্ত্রকারীদের আটক করা সম্ভব হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন