News71.com
 International
 30 May 16, 08:10 PM
 517           
 0
 30 May 16, 08:10 PM

থাই-বাংলা যৌথ বাণিজ্য বৈঠকে বাংলাদেশের আমন্ত্রণের অপেক্ষায় থাই বাণিজ্যমন্ত্রী।।

থাই-বাংলা যৌথ বাণিজ্য বৈঠকে বাংলাদেশের আমন্ত্রণের অপেক্ষায় থাই বাণিজ্যমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ সর্বশেষ থাই-বাংলা যৌথ বাণিজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে ২০১৩ সালে। সেটা ছিল তৃতীয় বৈঠক। নিয়ম অনুযায়ী চতুর্থ বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ বছর সেটা করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড । এখন শুধু বাংলাদেশের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষা। এ অপেক্ষার কথা জানিয়েছেন থাই বাণিজ্যমন্ত্রী মিসেস এপিরাদি টানট্রাপর্ন।

আজ থাইল্যান্ডের রাজধানী কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী মিসেস এপিরাদি টানট্রাপর্ন। এ সময় তোফায়েল আহমেদ থাই বাণিজ্যমন্ত্রীকে বাণিজ্য প্রতিনিধি দলসহ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি থাই-বাংলা যৌথ বাণিজ্য কমিটির বৈঠক উপলক্ষে যাওয়ার বিষয়ে সম্মত হন।

থাই বাণিজ্যমন্ত্রী বলেন, ২ দেশের মধ্যকার পরবর্তী যৌথ বাণিজ্য কমিটির বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা এ বিষয়ে অত্যন্ত আগ্রহী। এখন শুধু বাংলাদেশের আমন্ত্রণের অপেক্ষা করছি। তোফায়েল আহমেদ এ সময় শিগগিরই আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানোর প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে ২ দেশের মধ্যে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ম্যাকানিজম যৌথ বাণিজ্য কমিশন গঠন করা হয়। এছাড়া ১৯৯৭ সালে ২ দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন