News71.com
 International
 22 Sep 19, 02:03 PM
 180           
 0
 22 Sep 19, 02:03 PM

ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অবরোধ আরোপ করল যুক্তরাষ্ট্র॥

ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অবরোধ আরোপ করল যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ন্যাশনাল ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘সর্বোচ্চ মাত্রায়’ নিষেধাজ্ঞার অংশহিসেবে এ অবরোধ আরোপ করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে ইরান সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালিয়েছে। আগ্রাসী এই পদক্ষেপটি তাদের ঝুঁকিপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নেরই অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে দাবি করা হয়।


ইরানের ন্যাশনাল ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ড ও দেশটির ব্যবসায়িক প্রতিষ্ঠান ইতিমাদ গ্রুপকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন বলেছেন, ন্যাশনাল ব্যাংকই তেহরানের তহবিলের সর্বশেষ উৎস। এটি খুবই বড় ব্যাপার, আমরা এখন ইরানের তহবিলের সব উৎসই বন্ধ করতে পেরেছি। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছিলেন। ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর নির্দেশ দেয়ার কথা ঘোষণা করার দু’দিনের মাথায় দেশটির ন্যাশনাল ব্যাংকে নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেয়া হল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন