News71.com
 International
 10 Sep 19, 08:04 PM
 139           
 0
 10 Sep 19, 08:04 PM

আজাদ কাশ্মীরে ২২ স্বাধীনতাকামীকে গ্রেফতার পাকিস্তান॥

আজাদ কাশ্মীরে ২২ স্বাধীনতাকামীকে গ্রেফতার পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ২২ জন স্বাধীনতাকামীকে গ্রেফতার করেছে পাকিস্তান। তবে আন্দোলনরত সংগঠনেরর দাবি, স্বাধীনতার দাবির আন্দোলন থেকে অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে। জানা যায়, এসব আন্দোলনকারীদের পুঞ্চ জেলার হাজিরা সাবডিভিশন থেকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় দিনের মতো তারা স্বাধীনতার দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন। তবে পাকিস্তান পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকরারীরা জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) এর সদস্য বলে প্রতিবেদনে বলা হয়েছে। সংগঠনটি ভারত ও পাকিস্তানের উভয় কাশ্মীরের স্বাধীনতার দাবিতে কাজ করে।

গত শনিবার হাজারো আন্দোলনকারী কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ থেকে ৮০ কিলোমিটার দূরে তাত্রিনোট গ্রামে বিক্ষোভে নামে। পাকিস্তান পুলিশ এই আন্দোলন দমাতে নেমে পড়ে। এতে করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পুঞ্চ জেলার পুলিশ প্রধান তাহির মাহমুদ কুরেশি বলেন, শনিবার আন্দোলকারীরা নিয়ন্ত্রণরেখার কাছে যাওয়ার চেষ্টা করলে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এছাড়া এই পুলিশ কর্মকর্তা ডনকে বলেন, আন্দোলনকারীদের পাথরের ঢিলে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন