News71.com
 International
 24 Aug 19, 11:25 AM
 144           
 0
 24 Aug 19, 11:25 AM

কাশ্মীর যাচ্ছেন রাহুল গান্ধীর নেতৃত্বে লোকসভায় বিরোধীরা॥

কাশ্মীর যাচ্ছেন রাহুল গান্ধীর নেতৃত্বে লোকসভায় বিরোধীরা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে জানতে আজ শনিবার কাশ্মীর যাচ্ছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীসহ ভারতের ১০ রাজনৈতিক দলের নেতারা।ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্ত জম্মু-কাশ্মীর প্রশাসন কোনোভাবেই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের জম্মু-কাশ্মীরে প্রবেশ করতে দিচ্ছে না। এর আগে কংগ্রেস নেতা সাংসদ গুলাম নবি আজাদ দুবার কাশ্মীরে যাওয়ার চেষ্টা করলেও শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লি ফিরে আসতে হয় তাঁকে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই সাংসদ ডি রাজাও কাশ্মীরে ঢুকতে গিয়ে ব্যর্থ হন। এমন পরিস্থিতিতে আজ কাশ্মীর যাচ্ছেন রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের ১০টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তবে ইতিমধ্যেই রাহুল গান্ধীসহ ভারতের বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের শ্রীনগর যাত্রা থেকে বিরত থাকার অনুরোধ করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন