আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে স্বাধীনতা দিবসকে ঘিরে হামলার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে মুম্বাইয়ের উপকূলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ২৬/১১-র ধাঁচে পানি পথে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য চূড়ান্ত সতর্কতা নিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। পূর্ব ও পশ্চিম উপকূলে কোনোরকম সন্দেহজনক গতিবিধি দেখলেও তত্ক্ষণাত্ পুলিশকে খবর দেওয়ার জন্য বলা হয়েছে। এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে ।
ওই কর্মকর্তার জানিয়েছেন, ভারতে উত্তেজনার পরিবেশ থাকায় উপকূল দিয়ে হামলার আশঙ্কা বেড়েছে। সেই জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে।' এ বিষয়ে মুম্বই পুলিশের বন্দর জোনের ডেপুটি কমিশনার রেশমী কারানদিকর জানান, রাতে সংবেদনশীল এলাকাগুলিতে প্যাট্রোলিং-এর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, মুম্বাইয়ের ৭০টি তীরে যেখানে জাহাজ এসে ঢোকে, সেখানে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে। যাতে লুকিয়ে কেউ শহরে ঢুকতে না-পারে। ওই এলাকাগুলিতে যাতে কোনও গাড়ি দাঁড়িয়ে না-থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিনিয়ত আবর্জনার স্তূপ সরিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান তিনি ।