News71.com
 International
 13 Aug 19, 12:43 PM
 177           
 0
 13 Aug 19, 12:43 PM

ভারত সীমান্তে পাকিস্তানের বাড়তি সেনা ও ট্যাংক মোতায়েন॥বাড়ছে যুদ্ধেরও আতঙ্ক

ভারত সীমান্তে পাকিস্তানের বাড়তি সেনা ও ট্যাংক মোতায়েন॥বাড়ছে যুদ্ধেরও আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর ইস্যু নিয়ে উত্তাল ভারত-পাকিস্তানের রাজনীতি । দু’দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তান ইতিমধ্যেই বানিজ্য স্থগিত, বাস-ট্রেন চলাচল বন্ধ,দূত প্রত্যাহারসহ একতরফাভাবে নানান পদক্ষেপ নিয়েছে। গত কয়েকদিনে ভারতও সীমান্তে তাদের সৈন্যসংখ্যা বাড়িয়েছে আর এবার এই সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়ে অতিরিক্ত সেনার পাশাপাশি ভারী যুদ্ধাস্ত্রবাহী বিমান ও কপ্টারে করে সীমান্তে ট্যাংক মোতায়েন করছে পাকিস্তান। যুদ্ধের আশঙ্কা উসকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিমানও মোতায়েন করছে ইমরান খানের দেশ। লাদাখ লাগোয়া স্কারদু বিমান বাহিনীর ঘাঁটিতে চীন নির্মিত জেএফ-১৭ ফাইটার জেট পাঠাচ্ছে পাকিস্তানি সেনারা।

 

ভারতীয় গণমাধ্যম বলছে, কাশ্মীরের লাদাখ সীমান্ত লাগোয়া পাকিস্তানের সেনঘাঁটিগুলোতে সক্রিয়তা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। গত শনিবার থেকেই স্কারদু বিমানঘাঁটিতে একাধিকবার অবতরণ করেছে পাকিস্তানি বিমান বাহিনীর সি-১৩০ পণ্য পরিবহণকারী বিমান। ভারতের সঙ্গে ‘ফরওয়ার্ড বেস’গুলোতে যুদ্ধের জন্য রসদ মজুত করছে পাকিস্তানি সেনারা। ওই ঘাঁটিগুলো থেকে বড়সড় বিমান হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানি বিমান বাহিনী।তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধি বাড়লেও চিন্তার কিছু নেই। তাদের গতিবিধি ভারতীয় রাডারে স্পষ্ট ধরা পড়ছে।পাকিস্তান সমস্যা সৃষ্টি করলে যোগ্য জবাব দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন