News71.com
 International
 13 Aug 19, 12:40 PM
 187           
 0
 13 Aug 19, 12:40 PM

ওড়িশার কেওনঝাড়ে হাতির আক্রমন থেকে বাঁচতে গাছে রাত কাটাচ্ছে গ্রামবাসী॥

ওড়িশার কেওনঝাড়ে হাতির আক্রমন থেকে বাঁচতে গাছে রাত কাটাচ্ছে গ্রামবাসী॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ হাতির দলের হামলা থেকে বাঁচতে গাছের উপর রাতযাপন করছে এক গ্রামবাসী। এই ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার কেওনঝাড়ে। জানা যায়, কেওনঝাড়ের কুসুমিতা গ্রামের উদিয়া মহাকুদ নামের এক বাসিন্দা হাতির উপদ্রবে ঘর-বাড়ি সর্বস্ব হারিয়েছেন। হত দরিদ্র, তাই ফের বাড়ি বানিয়ে নেওয়ারও সাধ্য নেই। হাতির হামলা থেকে প্রাণ বাঁচাতে শেষমেশ তাই জঙ্গলে গাছের উপরেই খড় বিছিয়ে বসবাস শুরু করে দেন সঙ্গে তাঁর ৫ বছরের ছেলেও রয়েছে ।

এক প্রতিবেদনে জানায়, শুধু একা উদিয়া নয়, কুসুমিতা গ্রামের অধিকাংশ বাসিন্দাকেই হাতির হামলা থেকে প্রাণে বাঁচাতে উঁচু গাছের ডালে মাচা করে রাত কাটাতে হচ্ছে। ওই অঞ্চলের বনদফতর সূত্রে খবর, কেওনঝাড়ে প্রায় ৫০টি হাতি রয়েছে।এর মধ্যে অন্তত ১০টি হাতির একটি দল কুসুমিতা গ্রামে ঘন ঘন হানা দিচ্ছে। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির গতিবিধির উপর নজর রাখতে এবং গ্রামে উপদ্রব ঠেকাতে ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন