News71.com
 International
 20 May 19, 01:18 AM
 232           
 0
 20 May 19, 01:18 AM

খাারাপ আবহাওয়ার কারনে ফ্রান্সের ৭ যুদ্ধবিমানের ইন্দোনেশিয়ায় জরুরি অবতরণ॥

খাারাপ আবহাওয়ার কারনে ফ্রান্সের ৭ যুদ্ধবিমানের ইন্দোনেশিয়ায় জরুরি অবতরণ॥


আন্তর্জাতিক ডেস্কঃ ভারত মহাসাগরে থাকা ফ্রান্সের বিমানবাহী রণতরী থেকে সাতটি যুদ্ধবিমান উড্ডয়নের ৯০ মিনিট পর উত্তর ইন্দোনেশিয়ায় জরুরি অবতরণ করেছে। গতকাল শনিবার নৌবাহিনীর এ বিমানগুলো প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করা হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে বিমানগুলো জরুরি অবতরণ করা হয়েছে বলে জানানো হয়। খরব ডেইলি সাবাহর। স্থানীয় বিমান ঘাঁটির কমান্ডার কর্নেল হেনন্দ্রো আরিফ বলেন, গতকাল শনিবার সাতটি ড্যাসল্ট রাফায়েল যুদ্ধ বিমানের কর্মীরা নিরাপদে আচে প্রদেশের সুলতান ইস্কান্দার মুদা বিমান ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে। ভারতীয় মহাসাগরে তাদের বিমানবাহী রণতরী চার্লস ডি গল্ল থেকে উড্ডয়নের ৯০ মিনিট পর এ ঘটনা ঘটে। আরিফ বলেন, ইন্দোনেশিয়ার সীমান্তের বাইরে বিমানগুলো প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল। খারাপ আবহাওয়ার কারণে তাদের বিমানবাহী রণতরীতে ফিরে যাওয়া সম্ভব ছিল না। যেখানে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরত্বে সুমাত্রা দ্বীপ।তিনি বলেন, রোববার ইন্দোনেশিয়ার বিমানবাহিনী অবতরণ হওয়া বিমানগুলো পরিদর্শন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন