News71.com
 International
 23 May 16, 10:52 AM
 562           
 0
 23 May 16, 10:52 AM

দুইদিনের সফরে তেহরানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দুইদিনের সফরে তেহরানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুইদিনের সফরে গতকাল তেহরান পৌঁছেছেন। তার সঙ্গে উঁচু পর্যায়ের একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধিদল রয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আমন্ত্রণে তিনি সরকারি সফরে এসেছেন।

ইরান সফরের সময় নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট রুহানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, গত ১৫ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইরান সফর করছেন। তেহরানের ওপর থেকে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মোদির ইরান সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ সফরের সময় দু'পক্ষ অর্থনৈতিক, বিনিয়োগ, বাণিজ্য, পরিবহন, বন্দর উন্নয়ন এবং সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও শিক্ষাবিষয়ক নানা চুক্তি করবে।

তেহরানের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে মোদি এক বার্তায় বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গে বৈঠক ইরান ও ভারতের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানোর এক বিশেষ সুযোগ এনে দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন