News71.com
 International
 15 May 16, 08:16 PM
 553           
 0
 15 May 16, 08:16 PM

গ্রিসের থেসালোনিকির মেয়রের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূত বৈঠক.....

গ্রিসের থেসালোনিকির মেয়রের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূত বৈঠক.....

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসের দ্বিতীয় বৃহত্তম নগরী থেসালোনিকির মেয়রের সঙ্গে গ্রিসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জসীম উদ্দিন বৈঠক করেছেন। আজ থেসালোনিকির মেয়র ইয়ানিস বুতারিসের সঙ্গে বৈঠককালে থেসালোনিকি নগরীর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের রাষ্ট্রদূত থেসালোনিকির সঙ্গে ব্যবসা, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার ওপর জোর দেন। এছাড়া থেসালোনিকি ও বাংলাদেশের একটি শহরের সঙ্গে সিস্টার সিটি ব্যবস্থার মাধ্যমে সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূত ও মেয়র আলোচনা করেন।

আলোচনাকালে মেয়র থেসালোনিকিতে বছরব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন মেলাসহ অন্যান্য কার্যক্রমে বাংলাদেশের অংশ গ্রহণের সুযোগ রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি ত্রয়োদশ থেসালোনিকি আন্তর্জাতিক বইমেলা-২০১৬-এ বাংলাদেশের অংশগ্রহণের উদ্যোগকে স্বাগত জানান মেয়র। রাষ্ট্রদূত ও মেয়র বৈঠককালে আলোচিত সহযোগিতার বিষয়গুলো বাস্তবায়নে ভবিষ্যতে এক সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়া থেসালোনিকিতে অবস্থিত গ্রিসের সরকারি টেলিভিশন চ্যানেল ইআরটি-৩-এর মহাপরিচালক আলেকজান্ডার ক্যানটারবক্সের সঙ্গে আলোচনায় রাষ্ট্রদূত জসীম উদ্দিন বাংলাদেশের সংস্কৃতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রিসের জনগণের সামনে তুলে ধরার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন